রবিবার এ কথা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ
করোনাভাইরাস মহামারির কারণে টানা দেড় বছর বন্ধ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধের সময়েও শিক্ষার্থীরা যেন নিয়মিত পড়াশোনা করতে পারে তাই দেশিব্যাপী দূরশিক্ষণ পদ্ধতিতে পাঠাদান কার্যক্রম শুরু করেছে সরকার। আর এই কার্যক্রমকে আরও বিস্তৃত করতে বাংলাদেশ টেলিভিশন “বিটিভি শিক্ষা চ্যানেল” চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (২৭ জুন) দুপুরে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটে “পিআইবি-এটুআই গণমাধ্যম পুরষ্কার ২০২১” অনুষ্ঠানে এ কথা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, অনলাইন এবং টিভি স্লটের মাধ্যনে ক্লাস চললেও তাতে স্বাভাবিকভাবে পাঠদান সম্ভব হচ্ছে না। তাই শিক্ষার্থীদের এই ক্ষতি পুষিয়ে নিতে একটি শিক্ষা চ্যানেল চালু করার সিদ্ধান্ত নিয়েছি
লকডাউন, শাটডাউন ও ছুটির মধ্যেও প্রধানমন্ত্রী সরকার ব্যবস্থাকে পুরোপুরি সচল রেখেছেন মন্তব্য করে মন্ত্রী জানান, মহামারির মধ্যেই দেশ এগিয়ে যাচ্ছে। কোনো কাজই থেমে নেই। আজকে দেশ ডিজিটাল হয়েছে এর পিছনে সম্পূর্ণ কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। একই সাথে কৃতজ্ঞতা জানাই, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানসহ প্রমুখ। এ সময় ডিজিটাল বাংলাদেশ বিষয়ে ৭ বিভাগে ৭ জন সাংবাদিককে পুরষ্কৃত করা হয়।
মতামত দিন