এ দুর্ঘটনায় আহত শাহাবুদ্দিন জানান, তারা পাঁচ জন কোরবানির গরু কেনার জন্য বেনাপোল যাচ্ছিলেন
যশোর সদরের মালঞ্চী গ্রামে ট্রাকের ধাক্কায় চারজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (২৭ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
যশোরের নাভারণ হাইওয়ে পুলিশের এসআই হুমায়ুন কবির জানান, বেনাপোলগামী প্রাইভেটকার ও ট্রাক মালঞ্চী গ্রামে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরেকজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, রাফসান চৌধুরী সাদনাম (৩০), নাইম (৩০), মুরসালিন (৩৮) ও জনি (৪০)। আহত ব্যক্তির নাম শাহাবুদ্দিন (৪০)। নিহতদের বাড়ি চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায়।
চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ রোকিবুজ্জামান জানান, বেনাপোলমুখী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৫-৭০৫৪) ও একটি ট্রাকের সংঘর্ষ হয়। পরে ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক অভিজিৎ রায় জানান, মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে নিহত হয়েছেন হাসপাতালে আনা ব্যক্তিরা। আহত একজনের মাথা ও কনুইয়ে আঘাত রয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।
এ দুর্ঘটনায় আহত শাহাবুদ্দিন জানান, তারা পাঁচ জন কোরবানির গরু কেনার জন্য বেনাপোল যাচ্ছিলেন।গত শনিবার বাড়ি থেকে বের হন।
যশোর-বেনাপোল সড়কের নাভারণ হাইওয়ে থানার পরিদর্শক আসাদুজ্জামান জানান, নিহতদের স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
মতামত দিন