এর আগে ১১ মামলা শুনানির জন্য দিন ধার্য দিন ছিল গত ৯ জুন। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা হত্যা ও রাষ্ট্রদ্রোহের মামলাসহ ১১ মামলার শুনানির তারিখ আগামী ১০ আগস্ট ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস এইদিন ধার্য করেন।
রবিবার (২৭ জুন) আদালত সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ১১ মামলা শুনানির জন্য দিন ধার্য দিন ছিল গত ৯ জুন। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল। বর্তমানে আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় শুনানির জন্য বিচারক নতুন দিন ধার্য করেন।
মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানায় করা নাশকতার ৮টি, যাত্রাবাড়ী থানার ২টি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করা হয়। বাকি ১০টি মামলা দায়ের করা হয় ২০১৫ সালের শুরুর দিকে।
২০১৭ সালের বিভিন্ন সময়ে মামলাগুলোয় চার্জশিট দাখিল করে পুলিশ। সবগুলো মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে খালেদা জিয়া মামলাগুলোয় আত্মসমর্পণ করে জামিন নেন।
খালেদা জিয়া ছাড়া এসব মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকুকেও আসামি করা হয়েছিল।
মতামত দিন