এদের মধ্যে নয় জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এবং একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এবং একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রবিবার (২৭ জুন) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাগঞ্জের দুইজন ও নাটোরের চার। এদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ১০ জনের মধ্যে চারজনের বয়স ৬১ বছরের উপরে। এদের মধ্যে তিনজন পুরুষ, একজন মহিলা। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন নারী, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছর বয়সের তিনজন পুরুষ। চলতি মাসে এ হাসপাতালে করোনাভাইরাসে মারা গেছেন ৩০১ জন। এর আগে সবচেয়ে বেশী মারা যায় গত ২৪ জুন ১৮ জন এবং সবচেয়ে কম গত ১২ জুন চারজন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালে কোভিড ইউনিটে মৃত্যুহার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন। এর মধ্যে রাজশাহীর ৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জের চার, নাটোরের পাঁচ, নওগাঁর দুই. পাবনার ছয় ও দিনাজপুরের একজন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ জন।
এদিকে রবিবার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত ৩৫৭ বেডের বিপরীতে করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগী রয়েছে ৪৩৪ জন। অতিরিক্ত রোগীদের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসাধীন রোগীদের মধ্যে রাজশাহীর ২৯১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪৪ জন, নাটোরের ৩৭ জন, নওগাঁর ৩৫ জন, পাবনার ২২ জন, কুষ্টিয়ার তিনজন, দিনাজপুরের একজন ও ঢাকার একজন। আইউসিইউতে ভর্তি আছেন ২০ জন।
শামীম ইয়াজদানী বলেন, “রোগীদের চাপ সামলাতে আরেকটি করোনা ওয়ার্ড বাড়ানো হয়েছে। ১৪ নাম্বার সাধারণ ওয়ার্ডে অক্সিজেন লাইন বসিয়ে সিটি করোনা ওয়ার্ডে রুপান্তর করা হয়েছে। রবিবার থেকেই সেখানে করোনা রোগী রাখা হবে।”
মতামত দিন