কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার রাতে ওই চীনা কর্মী মুন্সিগঞ্জের মাওয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে পড়ে যায়
নিখোঁজের তিনদিনেও খোঁজ মেলেনি পদ্মা সেতুর নিখোঁজ চীনা কর্মীর। কে ঝো জিয়াং পেং (৩৮) নামের এই চীনা কর্মী নিঁখোজের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে নিখোঁজ কর্মীর সন্ধান দিতে পারলে ২ লাখ টাকা পুরষ্কার ঘোষণা দিয়েছেন চায়না মেজর ব্রীজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)।
ঘোষণায় কোম্পানির প্রকল্প পরিচালক মি. সাই জানান, মঙ্গলবার রাতে ওই চীনা কর্মী মুন্সিগঞ্জের মাওয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে পড়ে যায় । কেউ যদি তাকে খুঁজে বের করে তাহলে তাকে ২ লাখ টাকা পুরষ্কার দেওয়া হবে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পদ্মাসেতুর বৈদ্যুতিক খুঁটি-১৩ তে কাজ করার সময় নিখোঁজ হোন কে ঝো জিয়াং পেং।তিনি দেড় বছর যাবৎ পদ্মাসেতুর বৈদ্যুতিক কাজের সাথে নিয়োজিত ছিলো।
এমবিইসি কোম্পানীতে ইলেকট্রিক সেক্টরে জুনিয়র কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পদ্মাসেতু কর্তৃপক্ষ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিখোঁজ ঝো জিয়াং পেং মঙ্গলবার রাতের শিফটে লৌহজং উপজেলার শিমুলিয়া তিন নম্বর ফেরিঘাট বরাবর মাঝনদীতে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বৈদ্যুতিক টাওয়ার ‘টি-১৩'র বার্জে দাঁড়িয়ে কাজ করছিলেন। কিন্তু রাত সাড়ে ৮টার দিকে খোঁজ করতে গেলে তাকে আর পাওয়া যায়নি।
এদিকে নিখোঁজ চীনা কর্মীর সাথে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, ঘটনার দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা একসাথেই ছিলেন। বার্জে খাওয়া দাওয়া শেষে গোসলের প্রস্তুতি নিতে জামাকাপড় নিতে যান তিনি। এ সময় ঝো জিয়াং পেং খাওয়া দাওয়া শেষ করে বার্জের ওপর হাঁটাহাঁটি করছিলো এবং ফোনে কথা বলছিলো। কিন্তু রাতে ফিরে আসার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ চীনা কর্মীর খোঁজ চলমান রয়েছে উল্লেখ করে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের ঢাকা ট্রিবিউনকে বলেন, ওইদিন রাতে সাড়ে ৮টার দিকে একজন জানালো ঝো জিয়াং পেংকে পাওয়া যাচ্ছে না। নদীতে পড়ে গেছে কি না তা নিশ্চিত নই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীতে পড়ে গেছেন।”
তিনি আরো বলেন, “আজও আমরা ভোর থেকে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, কোস্টগার্ড কর্তৃপক্ষের সহযোগিতায় চাঁদপুরের তিন মোহনা পর্যন্ত অভিযান পরিচালনা করি। পাশাপাশি আশেপাশে জেলে, থানা সকল জায়গায় লিফলেট বিতরণ ও মাইকিং করে জানিয়ে দেয়া হয়েছে।”
ফায়ার সার্ভিস অভিযান সমাপ্ত করলেও নিজস্ব ফোর্স, সেনাবাহিনী, নেভির সহযোগিতায় তার সন্ধান পাওয়ার আগ পর্যন্ত অভিযান অব্যহত থাকবে বলেও জানান দেওয়ান আব্দুল কাদের।
মতামত দিন