গৃহকর্ত্রী তার ওপর আনা অভিযোগ অস্বীকার করেছেন
সিলেটে কিশোরী গৃহকর্মীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেনের স্ত্রীর বিরুদ্ধে। বুধবার (২৩ জুন) বিকালে এ অভিযোগ উঠলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেনের বাসায় বাথরুমে কিশোরী গৃহকর্মীকে তালাবদ্ধ করে নির্যাতনের অভিযোগ পাওয়া যায়। বুধবার দুপুরে বাথরুমে তালাবদ্ধ অবস্থায় গৃহকর্মীর চিৎকার ও কান্না শুনে স্থানীয় বাসিন্দারা বিষয়টি স্থানীয় সাংবাদিক ও কাউন্সিলর সালেহ আহমদ সেলিমকে জানান।
তারা গিয়ে ওই কিশোরীকে উদ্ধারের জন্য পুলিশকে জানান। পরে পুলিশ তাকে উদ্ধার এবং অভিযুক্ত গৃহকর্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর এ বিষযে বিস্তারিত বলা যাবে। তবে গৃহকর্ত্রী তার ওপর আনা অভিযোগ অস্বীকার করেছেন।
পরিবেশ অধিদপ্তরের সিলেটের পরিচালক এমরান হোসেন জানান, "এক মাস আগে ওই কিশোরীকে তার বাসায় কাজের জন্য আনা হয়। বুধবার থেকে সে তার বাড়িতে চলে যেতে চাচ্ছিল।"
মতামত দিন