৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ট্রাকসহ প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে পুলিশ। এসময় ট্রাকটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ
ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি চলন্ত ট্রাকে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী (২৫) এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
জাতীয় জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ট্রাকসহ প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে পুলিশ। এসময় ট্রাকটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বঙ্গবন্ধু পশ্চিম থানার কড্ডা এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আমির হোসেন জানান, উত্তরবঙ্গগামী ওই ট্রাকটি মঙ্গলবার গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে দুই যুবককে ওঠায়। পরে এক ব্যক্তি ওই তরুণীকে ট্রাকে তুলে দিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনায় নামিয়ে দিতে বলেন। তরুণীর মানসিক সমস্যা আছে বলেও চালক ও হেলপারকে জানান ওই ব্যক্তি। চালক ও হেলপার ওই তরুণীকে সামনের আসনেই বসতে দেন। টাঙ্গাইলের এলেঙ্গায় যাত্রাবিরতি নেয় ট্রাকটি। তখন পেছনে থাকা দুই যাত্রীকে কোনো কাজ থাকলে সেরে নিতে বলেন চালক।
এ সময় তাদের একজন চালক ও হেলপার ওই তরুণীর শ্লীলতাহানির চেষ্টা করছে বলে লুকিং গ্লাসে দেখতে পান। ওই তরুণ বিষয়টি তার মোবাইল ফোনে ভিডিও করার চেষ্টা করলে চালক তাদের নামিয়ে ট্রাকটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এরপর ওই তরুণ ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। সেখান থেকে বিষয়টি সিরাজগঞ্জ পুলিশসহ ট্রাফিক ও হাইওয়ে পুলিশকে জানানো হয়। এরপর পুলিশের তৎপরতায় সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়।
বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেক হোসেন বলেন, “ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। তবে সে মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় নিজ থেকে স্পষ্টভাবে কিছু বলতে পারছে না। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য তাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হবে।”
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।
মতামত দিন