কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের থাকা-খাওয়া বাবদ ৩০টি হোটেল নির্ধারিত হয়
করোনাকালীন চিকিৎসক, নার্স, স্টাফদের কোয়ারেন্টিন ও খাবার বাবদ ৩০ টি হোটেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ কোটি টাকা বকেয়া রয়েছে।
বিল পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে হোটেল মালিকরা। সোমবার (২১ জনু) ঢামেক হাসপাতালের পরিচালকের কার্যালয়ের পাশে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিহা) ব্যানারে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে চলতি মাসের ৩০ তারিখের মধ্যে বিল পরিশোধ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধন শেষে হাসপাতালের পরিচালকের বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
বিহা’র কো-চেয়ারম্যান খালেদ-উর- রহমান মানববন্ধনে বলেন, “চুক্তি মোতাবেক কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের থাকা-খাওয়া বাবদ ৩০টি হোটেল নির্ধারিত হয়। কিন্তু এসব হাসপাতালে বকেয়া বিল রয়েছে প্রায় ৪০ কোটি টাকা। আর এ টাকার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ঘুরেও কোনও সুরাহা হয়নি।”
গত বছরের জুলাই থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে এই টাকা বাকি রয়েছে বলে মানবন্ধন থেকে জানানো হয়।
মতামত দিন