সোমবার ( ২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন
করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আগামীকাল থেকে নারায়ণগঞ্জে আবারও শুরু হচ্ছে লকডাউন। লকডাউনে নারায়ণগঞ্জে দুরপাল্লার বাস, গণপরিবহন, নৌ-লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শিল্প-কারাখানা খোলা রাখার অনুমতি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
সোমবার ( ২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আগামীকাল ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত নারায়ণগঞ্জসহ সাত জেলায় লকডাউন ঘোষণা করেন।
লকডাউন প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ জানান, নারায়ণগঞ্জ একটি অর্থনৈতিক সমৃদ্ধ অঞ্চল । শিল্পাঞ্চল হওয়ায় দেশের অন্যতম সাপ্লাই চেইনটি নারায়ণগঞ্জ থেকে পরিচালিত হয়ে থাকে। তাই অর্থনৈতিক ও ইন্ডাস্ট্রিয়াল কর্মকান্ড অভ্যন্তরীন ও সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তবে কোনো প্রকার মুভমেন্ট ছাড়া শ্রমিকদের শহরের মধ্যে রেখে, যথাযথ দুরত্ব বজায় রেখে ও কারখানাগুলোতে সীমিত পরিসরে শ্রমিকদের নিয়ে খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে বলে জানান তিনি।
নদী পথে লকডাউন প্রসঙ্গে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ জানান, নারায়ণগঞ্জের সকল ধরণের খেয়াঘাট, লঞ্চঘাটগুলো বন্ধ থাকবে। কিন্তু নদী পথে পণ্যবাহী কার্গো জাহাজগুলোর চলাচল অব্যহত থাকবে।
লকডাউন বাস্তবায়নে নারায়ণগঞ্জ সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলাবাহিনীসহ ১০টি টিম ও অন্য উপজেলাগুলোতে ৮টি করে টিম করা হয়েছে বলেও জানান তিনি।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, নারায়ণগঞ্জে করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে স্থিতিশীল পর্যায়ে রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে লকডাউন কঠোরভাবে পরিচালনা করা হবে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, জেলা প্রশাসকের ঘোষণাকৃত ১০ টি পয়েন্টসহ নারায়ণগঞ্জ জেলার অভ্যন্তরে আরো ২০ থেকে ৩০টি পয়েন্টে চেকপোষ্ট রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে সাধারণ মানুষ, বিশেষ কোনো কারণ ছাড়া কোনোপ্রকার যানবাহন বের হতে না পারে।
মতামত দিন