কলেজ জীবনে মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন ছাত্রলীগ করতেন
সদ্য ঘোষিত নড়াইল জেলার আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজা।
এছাড়া, ঐ কমিটিতে মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন রয়েছেন উপদেষ্টা হিসেবে।
রবিবার (২০ জুন) সেতুমন্ত্রী ও আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নড়াইল জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
আওয়ামী লীগের কমিটিতে মাশরাফির নাম নতুন না হলেও তার বাবা গোলাম মর্তুজা স্বপন প্রথমবারের মত আওয়ামী লীগের কমিটিতে স্থান পেলেন। কলেজ জীবনে তিনি ছাত্রলীগ করতেন বলে জানা যায়।
অ্যাডভোকেট সুভাস চন্দ্র বোসকে সভাপতি ও নিজাম উদ্দিন খান নীলুকে সাধারণ সম্পাদক করে ঘোষিত জেলা আওয়ামী লীগের কমিটিতে অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, আঞ্জুমান আরা, অ্যাডভোকেট আইয়ুব আলী, সৈয়দ মোহাম্মদ আলী প্রমুখ রয়েছেন সহ-সভাপতি হিসেবে।
এছাড়া, বকুল কুমার সাহা, মো। রাশেদুল বাশার ও আবু হেনা মোস্তফা কামাল স্বপন যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে কমিটিতে রয়েছেন।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি।
মতামত দিন