যশোরের পাঁচ পৌরসভা ও ৯ ইউনিয়নে সরকারি বিধিনিষেধ বাড়ানো হয়েছে
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০৫ জনের শরীরে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। জেলাটিতে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৬৪৬টি নমুনা পরীক্ষা করে ৩০৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ শতাংশ।
এদিকে একই সময়ে যশোরে মারা গেছেন চারজন। তাদের দুইজন করোনাভাইরাস পজিটিভ ছিলেন এবং অপর দুইজন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
যশোরের পাঁচ পৌরসভা ও ৯ ইউনিয়নে সরকারি বিধিনিষেধ বাড়ানো হয়েছে। তবে বিধিনিষেধ তেমন একটা তোয়াক্কা করছে না সাধারণ মানুষ।
মতামত দিন