মোটরসাইকেলে কোনোভাবেই চালকসহ দুইজনের বেশি যেন উঠতে না পারেন সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। অনিবন্ধিত যেসব মোটরসাইকেল চলে, সেগুলোকেও নজরদারিতে আনা হবে বলেও জানান মন্ত্রী
সারাদেশে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রবিবার (২০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সড়ক পরিবহন টাস্কফোর্স এর সভা শেষে এ কথা জানান তিনি ।
পর্যায়ক্রমে আলোচনা করে ইজিবাইক, নসিমন, করিমন ও ভটভটিও বন্ধ করে দেয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
সারাদেশে রিকশা ও ভ্যানে ব্যাটারি চালিত মোটর লাগিয়ে রাস্তায় চালানো হচ্ছে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এগুলোতে ব্রেকের সিস্টেম দুর্বল। হঠাৎ ব্রেক করলে এগুলো প্যাসেঞ্জারসহ উল্টে যায়। এসব রিকশা-ভ্যান হাইওয়েগুলোতেও চলছে। এগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সারাদেশে এ বিষয়ে আদেশ পাঠানো হবে।”
যত্রতত্র যানবাহন থেকে কোনও চাঁদা আদায় করা যাবে না। নির্ধারিত টার্মিনাল থেকেই সরকার কিংবা কর্তৃপক্ষ নির্ধারিত টোল বা রাজস্ব আদায় করতে হবে। এছাড়া পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দিতে হবে বলেও জানান তিনি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, “সারাদেশের দুর্ঘটনাগুলোর কারণ নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। সড়ক দুর্ঘটনার অনেকগুলো কারণ চিহ্নিত করা হয়েছে। সেগুলো কমানোর জন্য আমরা কাজ করছি।”
মোটরসাইকেলে কোনোভাবেই চালকসহ দুইজনের বেশি যেন উঠতে না পারেন সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। অনিবন্ধিত যেসব মোটরসাইকেল চলে, সেগুলোকেও নজরদারিতে আনা হবে বলেও জানান মন্ত্রী।
মতামত দিন