সিলেট থেকে মাজার জিয়ারত করে ফেরার পথে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন
সিলেট থেকে মাজার জিয়ারত করে ফেরার পথে নরসিংদীতে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের (হাইয়েস) মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসে থাকা একই পরিবারের নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মাইক্রোবাসটির আরও ৯ যাত্রী।
শনিবার (১৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে মাধবদী থানার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাটপাড়া সাকুরার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সৈয়দুজ্জামান ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এই দুর্ঘটনায় নিহতরা হলেন, মুক্তি আক্তার (৩০) ও তাঁর ছেলে সাদিকুল (৮) এবং রুবি আক্তার (৪০) ও তার মেয়ে রাহিমা (৩) এবং রোকেয়া আক্তার (৫২)।
আহতরা হলেন, সাইমা (১২), ইসরাত জাহান (৮), সামসুন্নাহার (৬০), শারমিন (৩৫), রাজিয়া (৪০), আব্দুর রশিদ (৪০) ও কাজীমুদ্দীন (৫২)। তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। হতাহতদের বাড়ি ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার জিরাব এলাকায়।
নিহতদের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান,শনিবার সিলেটে মাজার জিয়ারত শেষে ১৪ জন যাত্রী একটি হাইয়েস মাইক্রোবাসযোগে সাভারের আশুলিয়ার জিরাবো ফিরছিল। রাত ১২টার দিকে মাইক্রোবাসটি নরসিংদীর পাঁচদোনার ভাটপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির এক পাশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাসটির যাত্রী এক নারী ও এক শিশুর মৃত্যু হয়। এসময় স্থানীয়রা মাইক্রোবাসটির আহত যাত্রীদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে আরও এক শিশু ও ঢাকা মেডিকেলে নেওয়ার পথে আরও দুই নারীর মৃত্যু হয়।
আহতদেরকে রাতেই নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করলেও ট্রাক চালক পালিয়ে যায়।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. আসাদুজ্জামান জানান, এই দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে ৩ জনকে মৃত অবস্থায় এখানে আনা হয়৷ এ সময় প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে৷ ঢাকায় নেওয়ার পথে আরও দুই নারীর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।
নরসিংদীর মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, এই দুর্ঘটনায় ২শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এখনও এ ঘটনায় কোনো মামলা হয়নি। মামলা প্রক্রিয়াধীন।
তিনি আরো জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছে । গ্রেফতারের চেষ্টা চলছে। মাজার জিয়ারত করে ফেরার পথে নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
মতামত দিন