ওই বৃদ্ধার কাছে তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, শরীয়তপুর জেলার নড়িয়া থানার নলতা গ্রামের ফেলু ফকিরের স্ত্রী তিনি। তার দুই ছেলের নাম কালাই ও ধলাই
মাদারীপুর শহরে খাদিজা বেগম নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ফেলে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি মাদারীপুর সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৮ জুন) সকাল থেকে শহরের পাঠককান্দি এলাকার আছমত আলী খান স্টেডিয়ামের পেছনে একটি দোকানের পাশে অসুস্থ অবস্থায় বসে ছিলেন খাদিজা বেগম।
তাকে অনেক্ষণ সেখানে দেখে স্থানীয়রা জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম. আর. মুর্তজাকে খবর দিলে তিনি ঘটনাস্থলে ওই বৃদ্ধাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
ওই বৃদ্ধার কাছে তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, শরীয়তপুর জেলার নড়িয়া থানার নলতা গ্রামের ফেলু ফকিরের স্ত্রী তিনি। তার দুই ছেলের নাম কালাই ও ধলাই। এর বেশি আর কিছু তিনি জানাতে পারেননি।
এদিকে খাদিজা বেগমের দেওয়া তথ্য অনুযায়ী ওই এলাকায় খোঁজ নিয়ে তার স্বজনদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক মো. রিয়াদ মাহমুদ বলেন, এক বয়স্ক নারীকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।
মতামত দিন