ঘটনার কথা কাউকে জানালে ওই নারীকে খুনের হুমকি দেয় অভিযুক্তরা
রাজধানীর পল্লবী এলাকায় এক নারীকে তুলে নিয়ে তিনজন মিলে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে ওই নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ এখনও এফআইআর গ্রহণ করেনি বলে জানা গেছে।
গত মঙ্গলবার বিকেল ৫ টার দিকে মিরপুর-১১ এর কিচেন মার্কেট এলাকা দিয়ে যাচ্ছিলেন ওই নারী।
মিরুপুরের বাসিন্দা ওই নারী জানান, এই সময়ে দুইজন লোক তার নাকে মুখে কিছু ছুড়ে মারেন। এরপর তাকে জোরপূর্বক পাশের একিটি বাড়িতে নিয়ে যায় তারা, সেখানে তাদের সাথে আরও এক ব্যক্তি যুক্ত হয়।
এরপর তারা তিনজন মিলে ওই নারীকে ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে জানালে ওই নারীকে খুনের হুমকি দেয় অভিযুক্তরা।
লোকলজ্জার ভয়ে প্রথমে নারীকে কাউকে কিছু না জানালেও পরে তার স্বামী তাকে সাহস যোগান।
যোগাযোগ করা হলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ হোসেন সংবাদমাধ্যম ইউএনবিকে জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর ওই মহিলা থানায় এসেছিলেন।
“এই সময়ে তাকে দুইজন লোক তুলে নিয়ে গেলেও ধর্ষণের কথা বলেননি ওই নারী। শুক্রবার তিনি আবার থানায় এসে ধর্ষণের অভিযোগ করেন,” বলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এফআইআর গ্রহণ না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, “আমরা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছি।
মতামত দিন