সাইবার বুলিংয়ের শিকার হলে বা এর বিরুদ্ধে কিছু বলতে হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে #MyResponse ব্যবহার করে তাদের মতামত জানানোর আহ্বান জানিয়েছে ইউএনডিপি
সাইবার বুলিং প্রতিরোধ দিবসে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনডিপি সাইবার বুলিং বন্ধে এক অন্যন্য উদ্যোগ গ্রহণ করেছে। সাইবার বুলিং প্রতিরোধে ডিজিটাল খিচুড়ি ২০২০ জয়ী দল পাঁচফোড়নের সাথে যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে ইউএনডিপি।
সহনশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে মানুষকে সঠিকভাবে জানাতে বাংলাদেশ সরকার ও অন্যান্য সহযোগী সংগঠনের সাথে কাজ করছে ইউএনডিপি।
শুক্রবার ইউএনডিপির পক্ষ থেকে জানানো হয়, সাইবার জগতে ব্যবহারকারীদের হয়রানি বন্ধে এবং সুন্দর পরিবেশ গড়ে তুলতে পাঁচফোড়নের সাথে ‘মাই-রেসপন্স’ নামে এক কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। এই কর্মসূচির আওতায় দেশের বিশিষ্ট ও পরিচিত ব্যক্তিত্বরা সাইবার বুলিং বন্ধের আহ্বান জানান।
এই প্রসঙ্গে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘যখনই সাইবার বুলিং হবে, তখনই নীরবতা ভেঙে আমাদের প্রতিবাদ করতে হবে। কারণ, প্রতিবাদ না করলেই সাইবার অপরাধীরা পার পেয়ে যায়। তাই এখনই সঠিক সময় একত্রিত হয়ে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে দাঁড়ানোর।’
সংগীত শিল্পী পার্থ বড়ুয়া, অভিনেত্রী মিথিলা, বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ পাঠিকা তাসনুভা আনান শিশির সহ আরও অনেকেই কর্মসূচিতে অংশ নিয়েছেন।
ইউএনডিপি অনলাইন ব্যবহারকারীদেরকে সাইবার বুলিং এর শিকার হলে বা এর বিরুদ্ধে কিছু বলতে হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে #MyResponse ব্যবহার করে তাদের মতামত জানানোর আহ্বান জানিয়েছে।
ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী, তরুণী এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে সাইবার বুলিং বেড়ে গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
মতামত দিন