তার আট মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে
রাজধানীর উপকণ্ঠে সাভারে বাসের চাপায় মো. জাহিদুল ইসলাম (২৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি অসুস্থ শাশুড়িকে দেখতে মোটরসাইকেলে করে নাটোরের উদ্দেশে যাচ্ছিলেন বলে জানা গেছে।
বুধবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম ঝালকাঠি সদর উপজেলার সিরজো গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে। চাকরির সুবাদে ঢাকার হাজারীবাগ এলাকায় স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। স্বামী-স্ত্রী দু’জনই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের স্টাফ নার্স হিসেবে কাজ করতেন। তাদের আট মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের ছোট ভাই মো. জিয়াফুল ইসলাম জীবন জানান, তার ভাইয়ের শ্বশুরবাড়ি নাটোরে। তার শাশুড়ি অসুস্থ। শাশুড়িকে দেখতে নাটোরের উদ্দেশে সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন জাহিদুল। পরে সংবাদ পাওয়া যায় তিনি সাভারের নবীনগর এলাকায় বাসের চাপায় নিহত হয়েছেন। সেখান থেকে লাশ বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, জাহিদুলের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মতামত দিন