তিনি রাজধানীর গেন্ডারিয়া ঘুন্ডিঘর এলাকায় স্বামীসহ ভাড়া বাসায় থাকতেন
রাজধানীর ওয়ারীতে লেগুনা উল্টে সুমাইয়া আক্তার (১৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুন) দুপুরে জয়কালী মন্দির হটকেক গলিতে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া যশোরের দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি রাজধানীর গেন্ডারিয়া ঘুন্ডিঘর এলাকায় স্বামীসহ ভাড়া বাসায় থাকতেন।
নিহতের স্বামী শাকিল জানান, নিজ লেগুনায় স্ত্রীকে পাশে বসিয়ে আট যাত্রীসহ গুলিস্তানের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। পথে জয়কালী মন্দির এলাকায় লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে লেগে উল্টে যায়। এতে স্ত্রী সুমাইয়া লেগুনার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুর আড়াইটাযর দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আজহার হোসেন বলেন, এ ঘটনায়, লেগুনার যাত্রীরা সামান্য আহত হয়েছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মতামত দিন