মঙ্গলবার (১৫ জুন) দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে অভিযুক্ত ব্যক্তিদের
ফরিদপুরের মধুখালী উপজেলায় বিমা কোম্পানির এক নারী মাঠকর্মীকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (১৪ জুন) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হল- ইমদাদ লস্কর (৩৮), ফরহাদ শেখ (২৫), জুয়েল শেখ (২৮), ফরিদ মোল্লা (২৪) ও লিটন মোল্লা (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, নতুন গ্রাহক সংগ্রহের কথা বলে বিমা কোম্পানির ওই নারী মাঠকর্মীকে আটককৃত ইমদাদ লস্করের কাছে পাঠায় ইমরান নামের এক যুবক। ইমরান ওই নারী মাঠকর্মীর পূর্বপরিচিত ছিল। পরে ইমদাদসহ তিন যুবক রবিবার (১২ জুন) বিকাল ৩টার দিকে ওই নারীকে ধর্ষণ করে। পরে ওই নারীর স্বর্ণের চেইন ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
ঘটনার পরেরদিন মধুখালী থানায় মামলা করেন ওই নারী। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেফতার করা হয়েছে। পাঁচজনের মধ্যে তিনজন আদালতে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। ভুক্তভোগী নারীর মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
মতামত দিন