জানালা দিয়ে মাথা বের করলে আকাশ পরিবহনের অপর একটি বাস পাশ দিয়ে পাল্লা দিয়ে যাওয়ার সময়ে ওই যাত্রীর মাথা চাপা পড়ে পিষ্ট হয়
রাজধানীর মালিবাগে বাসের প্রতিযোগিতায় সময় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক যাত্রীর মাথা পিষ্ট হয়েছে। এতে ঘটনাস্থলেই ওই যাত্রীর মৃত্যু হয়। সোমবার (১৪জুন) সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত যাত্রীর নাম মেহেদী হাসান (১৯)। তিনি খুলনার সোনাডাঙ্গা উপজেলার আনিসুর রহমানের ছেলে। তিনি শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মো. শাহজাহান বলেন, উত্তরাগামী দু’টি যাত্রীবাহী বাস পাল্লাপাল্লি করছিল। এর মধ্যে তুরাগ পরিবহনের বাসটি মালিবাগ এলাকায় পৌঁছালে এক যাত্রী জানালা দিয়ে মাথা বের করেন। এ সময়ে আকাশ পরিবহনের অপর একটি বাস পাশ দিয়ে পাল্লা দিয়ে যাওয়ার সময়ে ওই যাত্রীর মাথা চাপা পড়ে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, “আমরা বাস দু’টি জব্দ করেছি। চালক পলাতক রয়েছে। তাদের চিহ্নিত করে আটক করার চেষ্টা চলছে।”
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান এসআই শাহজাহান।
মতামত দিন