গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি প্রাইভেট কার থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি প্রাইভেট কার থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। এসময় একজনকে গ্রেফতার করা হয়েছে। ওই প্রাইভেট কারে করে সারা দেশের বিভিন্ন জেলায় মাদক পৌঁছে দেওয়া হতো বলে জানিয়েছে র্যাব।
শনিবার (১২ জুন) বিকেলে উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ বাজারের ইসলামি ব্যাংকের সামনের চেকপোস্ট থেকে কারসহ ওই মাদক জব্দ করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম-মো. আনোয়ার হোসেন (২৬)।তার বাড়ি কুমিল্লা সদর উপজেলায়। তিনি মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৩ এর মিডিয়া অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি দল শনিবার গোবিন্দগঞ্জ বাজারের ইসলামি ব্যাংকের এর সামনে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময়ে বিভিন্ন যানবাহন তল্লাশি চালানো হচ্ছিল। তখন একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে সেখান থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সঙ্গে মাদক পরিবহনের জন্য ব্যবহৃত ওই প্রাইভেট কারসহ আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন প্রাইভেট কারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেওয়া এবং দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
র্যাব কর্মকর্তা মাহমুদ বশির আহাম্মেদ জানান, র্যাব নিজেই বাদী হয়ে গ্রেফতার হওয়া আনোয়ার হোসেনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন