করোনাভাইরাস সংকটে জেলা পুলিশের সদস্যদের সম্মান জানিয়ে এ ফল উপহার হিসেবে দেওয়া হয়
পিরোজপুর জেলা পুলিশে কর্মরত সব সদস্যদের আম উপহার দিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) হায়াতুল ইসলাম খান।
পিরোজপুরের সাতটি থানা, গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশ লাইনসসহ জেলা পুলিশের বিভিন্ন শাখার ১ হাজার ৩০০ পুলিশ সদস্যদের মাঝে এ আম উপহার দেওয়া হয় । করোনাভাইরাস সংকটে জেলা পুলিশের সদস্যদের সম্মান জানিয়ে এ ফল উপহার হিসেবে দেওয়া হয়।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসণ) মোল্লা আজাদ হোসেন জানান, "পিরোজপুর জেলার সকল সদস্যদের কথা পুলিশ সুপার স্যার সবসময় চিন্তা করেন । তাই সকল সদস্যদের ভালোবেসে তিনি এ ফল পাঠিয়েছেন । স্যারের দেওয়া এ ফল আমাদের কাছে সম্মাননা।"
মতামত দিন