বিগত দিনগুলোয় টিকটক-লাইকিসহ বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড
বিগত দিনগুলোয় টিকটক-লাইকিসহ বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। এরই পরিপ্রেক্ষিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, টিকটকসহ বিতর্কিত অ্যাপসগুলো নিষিদ্ধ করার সময় এসেছে।
শনিবার (৫ জুন) ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত "কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার" নিয়ে অনুষ্ঠিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এছাড়া, এসব অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের তালিকা করা হচ্ছে বলেও জানান তিনি।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, "৮২% ইন্টারনেট ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে থাকে। বিভিন্ন অপরাধের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমও অনেকাংশে দায়ী। প্রযুক্তিকে গ্রহণ করে নেতিবাচক দিকগুলো পরিহার করতে হবে। যে কোনো ধরনের অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই, অপরাধ করে এখন আর কেউ পার পাচ্ছে না। এরপরও কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও বলেন, "যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে অপরাধ কমে যাবে।"
এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, “আশঙ্কাজনকভাবে কিশোর অপরাধ বেড়ে যাচ্ছে। বিতর্কিত অ্যাপস ব্যবহার করে নিম্ন আয়ের মেয়েদের ভারতে পাঠানো হচ্ছে যৌনকাজে। এর ফলে অপকর্মকারী টিকটকার হৃদয়-অপু তৈরি হচ্ছে। অনলাইন অ্যাপে নারীদের টাকা দিয়ে খারাপ কাজে নিয়োগ করা হচ্ছে। টিকটকসহ বিতর্কিত অ্যাপসগুলো নিষিদ্ধ করার সময় এসেছে। অভিভাবকদের সন্তানের দিকে আরও নজর দিতে হবে, সময় দিতে হবে। তরুণরা ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হবে। এর দায় কেউ এড়াতে পারেন না।”
মতামত দিন