পথিমধ্যে অনিক ও আবু জদ্দার শিশুটিকে রাস্তার পাশে কামরুল খানের মেহগনি বাগানের মধ্যে নিয়ে যান এবং হাত-পা বেঁধে তাকে ধর্ষণ ও সেই ভিডিওধারণ করেন
ফরিদপুরের মধুখালীতে চতুর্থ শেণিতে পড়ুয়া একছাত্রকে (১০) ধর্ষণ ও মোবাইলে ভিডিওধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার দুই যুবকেরা হলেন- উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মন্টু মোল্লার ছেলে মো. অনিক মোল্লা (২০) ও একই গ্রামের আব্দুল মানিক মোল্যার ছেলে আবু জদ্দার মোল্যা (১৯)।
বুধবার (২ জুন) সন্ধ্যায় ধর্ষণের শিকার শিশুটির বাবা থানায় অভিযোগ দিলে মধুখালী থানা পুলিশ বৃহস্পতিবার (৩ জুন) তাদের গ্রেফতার করে।
অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থী গত সোমবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগাট বাজার থেকে বাজার নিয়ে বাড়ি ফিরছিল। পথে অনিক ও আবু জদ্দার শিশুটিকে রাস্তার পাশে কামরুল খানের মেহগনি বাগানের মধ্যে নিয়ে যান এবং সেখানে তাকে হাত-পা বেঁধে ধর্ষণ ও সেই ভিডিওধারণ করেন। পরে ইন্টারনেটসহ বিভিন্ন মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে দেন তারা।
এদিকে, ধর্ষণের শিকার হয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনার পরদিন মঙ্গলবার তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর দিন থানায় অভিযোগ করেন শিশুটির বাবা।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মতামত দিন