মানিক-শ্যামলী দম্পতির তিনটি কন্যা সন্তান হয়েছে। কিন্তু টানা চতুর্থবার কন্যাশিশুর জন্ম হওয়ায় খুশি হতে পারেননি স্বামী মানিক
সাতক্ষীরার তালায় টানা চতুর্থবার কন্যা সন্তানের জন্ম হওয়ায় নিরুদ্দেশ হয়েছেন মানিক ঘোষ নামে এক ব্যক্তি। এই ঘটনার ৮ দিন পর পুকুর থেকে নবজাতক শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে হত্যায় জড়িত সন্দেহে নবজাতকের মা ও মানিক ঘোষের স্ত্রী শ্যামলী ঘোষকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য বিকাশ মন্ডল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রায়পুর গ্রামের মৃত বিষ্টু পদ ঘোষের ছেলে মানিক ঘোষের স্ত্রী শ্যামলী ঘোষ গত ২৫ মে রাত ৯টার দিকে একটি কন্যাশিশু প্রসব করেন। পরের দিন ২৬ মে থেকে তার স্বামী মানিক ঘোষ বাড়ির কাউকে কিছু না বলে নিরুদ্দেশ হন। এরপর ৩১ মে রাতে নিজ বাড়িতে ঘুমন্ত মায়ের কাছ থেকে নবজাতক শিশুটিও হারিয়ে যায়। এরপর মঙ্গলবার সকালে সম্ভাব্য বিভিন্ন স্থানে শিশুটির সন্ধান করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, এর আগে মানিক-শ্যামলী দম্পতির তিনটি কন্যা সন্তান হয়েছে। কিন্তু টানা চতুর্থবার কন্যাশিশুর জন্ম হওয়ায় খুশি হতে পারেননি স্বামী মানিক।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, ওই ঘটনায় জড়িত সন্দেহে নবজাতকের মা শ্যামলীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
মতামত দিন