মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর পদ্মা গার্ডেন, ভদ্রা পার্ক, জিয়া পার্ক ও বিমান চত্বর এলাকা থেকে নয়জনকে আটক করা হয়
টিকটকে ভিডিও বানিয়ে প্রচার করে স্কুল-কলেজ পড়ুয়াদের বিপথগামী করার অভিযোগে রাজশাহীতে তিন কিশোরীসহ নয়জনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (১ জুন) দুপুরে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনার আবু কালাম সিদ্দিক।
এর আগে মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর পদ্মা গার্ডেন, ভদ্রা পার্ক, জিয়া পার্ক ও বিমান চত্বর এলাকা থেকে নয়জনকে আটক করা হয়।
আটক তিন কিশোরীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত পুলিশ জানিয়েছে, তাদের বয়স ১৬ থেকে ১৭ এর মধ্যে। তারা নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। তাদের একজন ভারতে টিকটক ভিডিও বানাতে যাওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছিলো।
রাজশাহী পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, একটি চক্র কমবয়সী ছেলেমেয়েদের এ বিষয়ে আসক্ত করছে। তাদের ভিডিও ধারণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে কিছু আয় করছে। তারা নারীদের দেশের বাইরে নিয়ে যাওয়াসহ অভিনেত্রী বানানো প্রলোভন দেখাচ্ছে। এ চক্রটি আর্থিকভাবে অস্বচ্ছল মেয়েদের লক্ষ্য করে। রাজশাহীর প্রায় ৫০০ ছেলেমেয়ে টিকটক ভিডিওর সঙ্গে জড়িত আছে। যারা মেয়েদের প্রলোভন দেখিয়ে এসব কাজে লিপ্ত করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে যারা অপ্রাপ্ত বয়স্ক তাদেরকে সংশোধনাগারে পাঠানো হবে। আর প্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে মামলা হবে। ডিজিটাল নিরাপত্তা আইনেও তাদের বিরুদ্ধে মামলা হতে পারে।
মতামত দিন