এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে
নাটোরের নলডাঙ্গা উপজেলায় স্কুলছাত্রীকে জিম্মি করে ধর্ষণের অভিযোগে মিঠুন আলী নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৩১ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সপ্তম শ্রেণির ওই স্কুলছাত্রী সোমবার দুপুরে পাশের মাঠে ছাগল চরাতে যায়। এ সময় একই এলাকার বাসিন্দা মিঠুন আলী তার বন্ধুকে সাথে নিয়ে সেখানে যায়। পরে তারা ওই স্কুলছাত্রীকে পাশের আখ ক্ষেতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় ধর্ষকরা।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মিঠুনকে আটক করে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।
মতামত দিন