রবিবার (৩০ মে) রাজধানীর খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভয়াবহ মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড বা এলএসডিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে।
রবিবার (৩০ মে) তাদেরকে গ্রেপ্তার করা হয়। মতিঝিল জোনের ডিসি মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, গত ১৫ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুরকে কার্জন হল এলাকায় তার তিন বন্ধু এলএসডি সেবন করায়। এতে প্রতিক্রিয়া শুরু হলে তিনি সেখান থেকে দৌড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক ডাব বিক্রেতার ভ্যানে রাখা দা নিয়ে তিনি নিজের গলায় কোপ দেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর থেকেই এলএসডির বিষয়টি আলোচনায় আসে।
ইতোমধ্যে এলএসডি নামক মাদক উদ্ধারের ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আরও পড়ুন - ঢাবি শিক্ষার্থীর রহস্যজক মৃত্যু, তদন্ত করতে গিয়ে মিলল এলএসডি
মতামত দিন