হাবিবের হাতে গত ২০ বছর কম করে হলেও ৭০টি বাঘ মারা পড়েছে বলে বনবিভাগের কাছে স্বীকারোক্তি দিয়েছেন
বন বিভাগের তালিকাভুক্ত রয়েল বেঙ্গল টাইগার হত্যাকারী হাবিব তালুকদারকে (৫০) গ্রেফতার করেছে খুলনার শরণখোলা থানা পুলিশ। শুক্রবার (২৮ মে) দিবাগত রাতে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বনসংলগ্ন মধ্য সোনাতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
শরণখালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, "বাঘ হাবিব" নামে পরিচিত এই চোরাশিকারিকে দীর্ঘদিন ধরে খুঁজে পাওয়া যাছিল না। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে শনিবার (২৯ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবদীন জানান, হাবিব তালুকদার "বাঘ হাবিব" নামে বনবিভাগের তালিকাভুক্ত অপরাধী। তার হাতে গত ২০ বছর কম করে হলেও ৭০টি বাঘ মারা পড়েছে বলে বনবিভাগের কাছে তিনি স্বীকারোক্তি দিয়েছেন। তার নামে নয়টি বন সংশ্লিষ্ট অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে তিনটিতে গ্রেফতারি পরোয়ানা আছে।
শরণখালা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুল মানান বলেন, বাঘ শিকারী হাবিব বনবিভাগ ও পুলিশের কাছে মোস্ট ওয়ান্টেড। তাকে অনেক আগে থেকে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপরও গোপনে শিকার চালিয়ে যাচ্ছিলেন তিনি। এর পেছনে একাধিক শক্তিশালী চক্র জড়িত রয়েছে।
মতামত দিন