নিহত আবু ইউসুফ চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামের নুরুল ইসলামের ছেলে
সৌদি আরবের তাইফ শহরে বৃহস্পতিবার (৩০ মে) কাভার্ড ভ্যানের চাকার নিচে পিষ্ট হয়ে আবু ইউসুফ (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত আবু ইউসুফ চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামের নুরুল ইসলামের ছেলে।ইউসুফ তিন বছর আগে সৌদি আরবে গিয়েছিল বলে জানান তার ভাই মোঃ আল আমিন।
আল আমিন বলেন, “মৃত্যুর মাত্র দুই ঘন্টা আগেও ইউসুফের সাথে আমাদের ফোনে কথা হয়েছিল। ইউসুফ আমাদের সবার জন্য উপহার কিনেছে বলে জানিয়েছিল।”
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসহাক শিকদার বলেন, “ইউসুফের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদান করা হবে।”
মতামত দিন