করোনাভাইরাস পরিস্থিতি ও গত বছর ঘূর্ণিঝড় “আম্পান” এবং এ বছর “ইয়াসের” কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত খুলনার দাকোপ উপজেলার পশুর নদী তীরে অবস্থিত বানিয়াশান্তা যৌনপল্লীর বাসিন্দারা মানববন্ধন করেছেন
করোনাভাইরাস পরিস্থিতি ও গত বছর ঘূর্ণিঝড় “আম্পান” এবং এ বছর “ইয়াসের” কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত খুলনার দাকোপ উপজেলার পশুর নদী তীরে অবস্থিত বানিয়াশান্তা যৌনপল্লীর বাসিন্দারা মানববন্ধন করেছেন।
শনিবার (২৯ মে) অনুষ্ঠিত এই মানববন্ধনে সুনির্দিষ্ট কিছু দাবিও তুলে ধরেন তারা।
মানববন্ধনে“ত্রাণ নয়, বানিয়াশান্তায় টেকসই বাঁধ চাই”- লেখা প্ল্যাকার্ডসহ যৌনপল্লীর নারীদের জন্য স্বামী পরিত্যাক্তা ভাতা, অক্ষম যৌনকর্মীদের জন্য বয়ষ্কা ভাতা, সারা দেশের সরকারি তালিকাভুক্ত যৌনকর্মীদের মাসিক রেশন, যৌনপল্লীর শিশুদের জন্য শেল্টার হোম এবং বয়ষ্ক নারীদের জন্য সরকারি বাসস্থানের জন্য সরকারের কাছে দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত যৌনকর্মীরা বলেন, "আমরা কেউই ইচ্ছা করে এ পেশায় আসিনি। বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে এসেছি। সমাজের সকল শ্রেণির মানুষ এখানে আসে, আবার কাজ শেষে চলে যায়। কিন্তু আমাদের কথা কেউ মনে রাখে না। এই ঝড়-জলোচ্ছাসে আমরা বেঁচে আছি নাকি মারা গেছি সেই খবর নেওয়ারও কেউ নেই।”
তারা আরও বলেন, “অনেকের ঘর পানিতে তলিয়ে গেছে। অনেকের ঘর ভেঙে গেছে। রান্নার কোনো ব্যবস্থা নেই৷ বয়স্কদের অবস্থা আরও ভয়াবহ। অসুস্থ হলে তো কথাই নেই! শারীরিক সক্ষমতা হারানোর সাথে সাথে সব কিছুই হারিয়ে ফেলি আমরা। নিজ গ্রামেও ফিরে যাবার উপায় নেই। অন্যের বাসায় কাজ করে কোনোরকমে দু’বেলা খাবার জোটাতে হয়।"
মতামত দিন