“পরিবারের সাথে যোগাযোগ করেছি উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে এবং তার পরিবারের একজনকে আমাদের প্রতিষ্ঠান স্থায়ীভাবে চাকরির ব্যবস্থা করবো।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদের জন্য নির্মাণাধীন ১০তলা বিশিষ্ট ২২নং হলের ৬ তলা থেকে পড়ে শাহের আলী (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেবে বলে নিশ্চিত করেছে নির্মাণাধীন প্রতিষ্ঠান।
২২ নং হলের ঠিকাদারি প্রতিষ্ঠান নুরানী কনষ্ট্রাকশনের ম্যানেজার মো. খোকন মিয়া বলেন, “নিহতের আরও কিছু আত্মীয় এই প্রকল্পে কাজ করে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অসাবধানতাবশতই ঘটেছে। আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করেছি উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে এবং তার পরিবারের একজনকে আমাদের প্রতিষ্ঠান স্থায়ীভাবে চাকরির ব্যবস্থা করবো।”
এদিকে শুক্রবার (২৮ মে) দুপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় পৃথক দু’টি মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এছাড়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে বর্তমানে কর্মরত সকল নির্মাণ শ্রমিকদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। ভবিষ্যতে যাতে আর কোনো নির্মাণ শ্রমিকের এভাবে বেদনাদায়ক মৃত্যু না ঘটে, সেই পরিবেশ নিশ্চিত করতে উপাচার্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন। পাশাাপাশি প্রশাসনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. নাসির উদ্দিন বলেন, ”আমরা হলের নির্মাণ কাজের শুরুতেই ঠিকাদারকে সব ধরনের নিরাপত্তা পদক্ষেপসহ কাজের সময় শ্রমিকের হেলমেট এবং সেফটি বেল্ট ব্যবহার করতে নির্দেশ দিয়েছি। এক্ষেত্রে লেবার ফাংশন এবং তাদের সুরক্ষা দেয়া সম্পূর্ণ ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর বর্তায়। একজন ব্যক্তি দুর্ঘটনায় মারা যাক তা কখনই কাম্য নয়। যে শ্রমিক মারা গেছে তার জন্য আমরা মর্মাহত। নিহতের পরিবার যাতে যথোপযুক্ত ক্ষতিপুরণ পায় আমরা সে বিষয়টি নিশ্চিত করব।”
মতামত দিন