শুক্রবার (২৮ মে) সকাল থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় “ইয়াস” এর প্রভাবে সৃষ্ট বিরূপ আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চলাচলে যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শুক্রবার (২৮ মে) সকাল থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফলে এখন থেকে অভ্যন্তরীণ রুটে আবারও আগের মতো সব ধরনের নৌযান চলাচল করতে পারবে।
বিআইডব্লিউটিএর নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত মঙ্গলবার (২৫ মে) এক বিজ্ঞপ্তি দিয়ে অভ্যন্তরীণ নদীবন্দর থেকে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছিল বিআইডব্লিউটিএ।
বুধবার (২৬ মে) ঘূর্ণিঝড় “ইয়াস” ভারতের ওডিশা উপকূলে আঘাত হানে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশে সরাসরি আঘাত না করলেও ঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মতামত দিন