নিহত শ্রমিকের বাড়ি কুড়িগ্রাম জেলার কচাকাটায় বলে জানা গিয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি নির্মাণাধীন হল থেকে পড়ে শাহের আলী (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের ২২ নম্বর হলে এ ঘটনা ঘটেছে।
নিহত শ্রমিকের বাড়ি কুড়িগ্রাম জেলার কচাকাটায় বলে জানা গিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ ইউসুফ আলী বলেন, "শাহের আলী নামে একজনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মস্তিষ্কে গুরুতর আঘাতের ফলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। এছাড়া তার পায়েও গুরুতর আঘাতের চিহ্ন ছিল।"
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, "২২ নম্বর হলের ছয়তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।"
শ্রমিকদের নিরাপত্তার বেষ্টনি ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "শ্রমিকরা দীর্ঘ দিনের অভিজ্ঞ। ফলে আর কিছু ছিল কিনা বলতে পারছি না। তবে শ্রমিকটি ছয়তলা থেকে নামতে গিয়ে পড়ে যায়।"
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, "শ্রমিক আহত হওয়ার ঘটনা শুনতে পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং তাকে উদ্ধার করি। উদ্ধার করে এনাম মেডিকেলে পাঠানোর পর জানতে পারি তিনি মারা গেছেন।"
মতামত দিন