বাঘেরহাটে জোয়ারের পানিতে ভেসে এসেছে চারটি মৃত হরিণ
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সুন্দরবন এলাকায় চলেছে তাণ্ডব। এ সময় জোয়ারের পানিতে ভেসে এসেছে চারটি মৃত হরিণ।
বৃহস্পতিবার (২৭ মে) সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন এ তথ্য জানান।
মৃত হরিণগুলোর মধ্যে একটি হরিণ বৃহস্পতিবার সকালে শরণখোলার উপজেলার তাপালবাড়ি এলাকার বলেশ্বর নদী থেকে এবং বাকি তিনটি হরিণ বুধবার (২৬ মে) তাপালবাড়ি এলাকার বলেশ্বর নদী, দুবলা ও কচিখালী স্টেশন এলাকা থেকে উদ্ধার করা হয়।
মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বুধবার বিকেলে শরণখোলা উপজেলার রাজেশ্বরের মোড় এলাকার চায়না প্রজেক্টের সামনে মৃত হরিণটি ভাসতে দেখে স্থানীয়রা পানি থেকে টেনে তুলে মাটির ওপর রাখে। এছাড়া সুন্দরবনের দুবলা ও কচিখালী স্টেশন এলাকা থেকে একটি করে মৃত হরিণ উদ্ধার করা হয়। পরে একই স্থান থেকে বৃহস্পতিবার সকালেও একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে।
মতামত দিন