মঙ্গলবার (২৫ মে) প্রায় এক হাজার শিক্ষার্থীকে চীনা ভ্যাকসিনের প্রথম ডোজটি প্রদান করা হবে
মঙ্গলবার (২৫ মে) থেকে রাজধানীর চারটি মেডিকেল কলেজের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা চীনের ওষুধ সংস্থা সিনোফার্মের উৎপাদিত কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম গ্রহীতা হিসেবে টিকা পেতে যাচ্ছেন।
গত ১২ মে চীন থেকে পাঠানো ৫ লাখ ডোজ থেকে প্রায় এক হাজার শিক্ষার্থীকে ভ্যাকসিনের প্রথম ডোজটি প্রদান করা হবে।
সোমবার (২৪ মে) ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিটু মিয়া ঢাকা ট্রিবিউনকে বলেন, “মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজে (ডিএমসি) এ টিকা উদ্বোধনের কথা রয়েছে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসাবে সেখানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।”
জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ ছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকাগুলো প্রদান করা হবে।
মতামত দিন