বর্তমানে তিনি তার বাড়িতে আইসোলেশনে রয়েছেন
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বর্তমানে তিনি তার বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
শনিবার (২২ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আকরাম খান বলেন, “করোনাপজিটিভ হওয়াতে তিনি (সুজন) দলের সঙ্গে নেই। যেহেতু ঘরের মাঠে খেলা তাই টিম লিডারের দায়িত্ব আমরাই দেখবো। এই দায়িত্ব নিয়ে সমস্যা হওয়ার কথা না।”
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টিম ডিরেক্টর হিসেবে যান সুজন। যদিও শ্রীলঙ্কা সফর থেকে ফিরে কোভিড টেস্টে নেগেটিভ এসেছিল তার। ২৩ মে থেকে দেশের মাটিতে অনুষ্ঠেয় শ্রীলঙ্কা-বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও টিম ডিরেক্টর হিসেবে একই দায়িত্ব পালন করার কথা থাকলেও ঈদের পর দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি তিনি।
২৩ মে বায়ো-সিকিউর বলয়ে থেকেই শুরু হচ্ছে শ্রীলঙ্কা-বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
মতামত দিন