রোজিনা ইসলামের জামিন শুনানি আজ শেষ হয়েছে। তবে জামিনের বিষয়ে কোনো আদেশ দেননি আদালত
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের ঘটনায় দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে বলে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পরে মন্ত্রী এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের ঘটনা খুবই দুঃখজনক। এই ঘটনায় দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে এবং এই পরিস্থিতি পররাষ্ট্র মন্ত্রণালয়কে মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, “এটি অনভিপ্রেত এবং দুঃখজনক ঘটনা। আমি আশা করবো এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে।”
এসময় আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে কিনা জানতে চাইলে সরকারের লুকানোর কিছু নাই জানিয়ে তিনি বলেন, “যে ঘটনা ঘটেছে সেটি খুব দুঃখজনক। সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজ করা উচিত ছিল। গুটি কতক লোকের জন্য এই বদনামটা হচ্ছে এবং আমি জানি পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে আমাদের এটি ফেস করতে হবে।”
এদিকে সরকারি অফিস থেকে তথ্য চুরির অভিযোগে করা মামলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন শুনানি আজ শেষ হয়েছে। তবে জামিনের বিষয়ে কোনো আদেশ দেননি আদালত।
রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার র্কমকার বলেন, নথি পর্যালোচনা করে যত শিগগিরই সম্ভব আদেশ দেবেন আদালত। দুই-একদিনের মধ্যেই আদেশ হতে পারে। আদালত সুনির্দিষ্ট করে কিছু বলেননি।
৪২ বছর বয়সী এই নারী সাংবাদিক অত্যন্ত সুপরিচিত তার অনুসন্ধানী সাংবাদিকতার জন্য। গত সোমবার দুপুর থেকে তাকে ৫ ঘণ্টা সচিবালয়ে আটকে রাখার পর গ্রেফতার দেখানো হয়।
মামলার তথ্য মতে, রোজিনা অবৈধভাবে সরকারি নথি সংগ্রহ এবং তার ছবি তোলার চেষ্টা করেছিলেন।
রোজিনা ইসলামের বিরুদ্ধে ৩৭৯, ৪১১ ধারা এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট-এ মামলা হয়েছে।
মঙ্গলবার সকালে সাংবাদিক রোজিনাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হলে, তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
এদিকে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বুধবার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে স্থানান্তর করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (রমনা জোন) হারুন অর রশীদ জানান, মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন