সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা কারখানার ভেতরে তাদের পাওনাদির জন্য অবস্থান করছিল
গাজীপুরে বুধবার (১২ মে) দুপুরে বেতন ভাতা ও ঈদবোনাসের দাবিতে “স্টাইল ক্রাফট লিমিটেড” নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুর ১টার দিকে ঢাকা-গাজীপুর সড়কের লক্ষীপুরা এলাকা প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখে।
বিক্ষোভকারীরা জানায়, গত কয়েকদিন ধরে এপ্রিল মাসের বেতন ও ঈদবোনাস পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন তারা। কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিয়েও তা পরিশোধ করেনি। একপর্যায়ে শ্রমিকদের চাপের মুখে মঙ্গলবার (১১ মে) ভাতা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু এদিন শ্রমিকদের একাংশের পাওনাদি পরিশোধ করা হয়। বেতন বোনাস না পেয়ে অন্য শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিক অসন্তোষের মুখে নানা অজুহাত দেখিয়ে গোপনে কারখানা ত্যাগ করে কর্মকর্তা ও মালিকপক্ষের লোকজন।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর ও স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকে ভাতা বঞ্চিত শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা মালিকপক্ষের আশ্বাস না পেয়ে রাস্তা অবরোধ করে। এ সময় মালিকপক্ষের সাথে পুলিশের মধ্যস্থতায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেন কারখানার মালিক। পরে আশ্বাস পেয়ে দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকেরা।
সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা কারখানার ভেতরে তাদের পাওনাদির জন্য অবস্থান করছিল। কারখানাটিকে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করে বলে জানা গেছে।
মতামত দিন