মিরপুরের ১৪ নম্বর ভাষানটেক এলাকা থেকে মিরপুর ১০ নম্বর এলাকায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ৩০ টিরও বেশি গার্মেন্টসের শ্রমিক
রাজধানীর মিরপুরে ঈদের আগেই বেতন-বোনাস পরিশোধ, দূরপাল্লার গণপরিবহন চালু ও ১০ দিনের ছুটির দাবিতে আন্দোলন করেছে গার্মেন্টস শ্রমিকরা।
শনিবার (৮ মে) সকালে মিরপুরের ১৪ নম্বর ভাষানটেক-কাফরুল এলাকা থেকে একত্রিত হয়ে মিরপুর ১০ নম্বর এলাকায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ৩০ টিরও বেশি গার্মেন্টসের শ্রমিক।
বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, ঈদের আর মাত্র বাকি পাঁচ দিন বাকি থাকলেও এখনও তাদের বেতন-বোনাস দেয়া হয়নি। ইদের দু-একদিন আগে বেতন দিলে কেনাকাটা করাও সম্ভব হবে না তাদের। এদিকে বেতন এখন পর্যন্ত না দিলেও ছুটি দিয়েছে মাত্র তিনদিনের। এত কম ছুটিতে নিজ নিজ বাড়িতে যেয়ে রাজধানীতে ফিরে আসাও সম্ভব নয়। তাই ছুটি বাড়িয়ে ১০ দিন করার দাবি জানান তারা।
এসময় শ্রমিকেরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, বিক্ষুব্ধ শ্রমিকদের বিক্ষোভের কারণে এই মিরপুর ১০ নম্বর গোল চত্ত্বর এলাকায় যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সকাল থেকেই ঘটনাস্থলে অবস্থান করছে। এছাড়া সড়ক ছেড়ে দেবার জন্য বিক্ষুব্ধ শ্রমিকদের অনুরোধ করা হয়েছে।
মতামত দিন