মারধরের এক পর্যায়ে রিকশাওয়ালা অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান
একজন রিকশাচালককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বংশাল এলাকায় ৩৪নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের ভিডিওটি ধারণ করা হয়।
লিটন মাহমুদ নামে একজন সংবাদকর্মীর পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত এক ব্যক্তি একজন রিকশাওয়ালাকে গালাগাল ও মারধর করছেন। মারধরের এক পর্যায়ে রিকশাওয়ালা অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।
তবে ভিডিওটির কমেন্ট বক্সে ফেসবুক ব্যবহারকারীরা ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন মন্তব্য করেছেন।
পলাশ মাহমুদ নামে একজন ফেসবুকে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “লোকটি কি বেঁচে আছেন? রোজার মধ্যে এ কেমন নির্মমতা? গরিবের ওপর ধনীর ক্ষমতা দেখানো, দুর্বলের ওপর সবলের অত্যাচার; এভাবে কতদিন চলবে?”
মাসুদ রানা নামে এক ব্যক্তি লিখেছেন, “দেশে অসহায় নরমের প্রতি মানুষ বেশি ক্ষমতার দাপট দেখায়।”
আরও পড়ুন - রিকশাওয়ালাকে মারধর করা সেই ব্যক্তি আটক
আবু রাইয়ান জাফর নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, “অপরাধ যাই হোক, একজন বয়স্ক মেহনতি মানুষের সাথে এমন আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়। আশ্চর্যের বিষয় আশেপাশে এত লোকের সমাগম। এদের মধ্যে একজন মানুষও সেরকম প্রতিবাদ করল না।”
কাজী শামীম হাসান নামে একজন লিখেছেন, “সবাই ভাবতেছিল লোকটা স্থানীয় নেতা। প্রতিবাদ করে আবার কোন বিপদে পড়ে। মানুষ প্রতিবাদ করতে ভয় পায় এখন, কারণ, খুব বড় ধরনের কিছু না হলে প্রতিবাদকারীরই বিপদ হয়। এর কারণ, আইনের শাসনের অভাব।”
মতামত দিন