মামলায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে
হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগে মামলা করেছেন তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।
শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ১০টা ৫ মিনিটে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় জান্নাত আরা ঝর্ণা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, বিয়ের প্রলোভন ও অসহায়ত্বের সুযোগ নিয়ে মামুনুল হক আমার সঙ্গে সম্পর্ক করেছেন। কিন্তু বিয়ের কথা বললে মামুনুল করছি, করব বলে সময়ক্ষেপণ করতে থাকেন। ২০১৮ সাল থেকে ঘোরাঘুরির কথা বলে মামুনুল বিভিন্ন হোটেল, রিসোর্টে আমাকে নিয়ে যান।
রিসোর্টকাণ্ডের পর পরিচিতদের বাসায় জোরপূর্বক আটকে রাখা হয় তাকে। এ সময় তাকে বাবা-মায়ের সঙ্গেও যোগাযোগ করতে দেয়া হয়নি। প্রথম স্বামী শহীদুলের সঙ্গে সংসার ভাঙার মাস্টারমাইন্ডও ছিল মামুনুল।
এর আগে, গত মঙ্গলবার (২৭ এপ্রিল) মোহাম্মদপুরের একটি বাসা থেকে জান্নাত আরা ঝর্ণাকে উদ্ধার করে পুলিশ।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে এক নারীর সঙ্গে অবরুদ্ধ হন মামুনুল হক। পরে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা সেখানে ব্যাপক ভাঙচুর করেন এবং মামুনুলকে ছিনিয়ে নিয়ে যান। সে সময় তিনি জানান, তার সাথে রিসোর্টে যাওয়া নারী তার দ্বিতীয় স্ত্রী। দুই বছর আগে তিনি ওই নারীকে বিয়ে করেছেন। সেদিনের রিসোর্টে ভাঙচুরের ঘটনায় বাদী হয়ে মামুনুল হকের বিরুদ্ধে দুটি মামলা করে পুলিশ।
পরে গত ১৮ এপ্রিল বেলা ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে তাকে মামুনুল হককে গ্রেফতার করা হয়।
মতামত দিন