ওই দম্পতির ৪ বছরের একটি শিশু সন্তান রয়েছে
পটুয়াখালীতে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী’র কান কেটে দেওয়ার অভিযোগ উঠেছেন স্বামী মো. মাহাবুব আলমের বিরুদ্ধে।
সোমবার (২৬ এপ্রিল) রাতে এ ঘটনায় বাউফল থানায় একটি এজাহার দাখিল করেছেন ভুক্তভোগী ওই নারী। অভিযুক্ত মাহাবুবের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের একটি গ্রামে।
লিখিত অভিযোগে জানা যায়, ৮ বছর আগে ইউনিয়নের মো. মাহাবুব আলমের সাথে বিয়ে হয় ওই নারীর। পরে স্বামী মো. মাহাবুব স্ত্রীর কাছে যৌতুক দাবি করায় স্থানীয় মাপের ২১ কড়া জমি মাহবুবের নামে রেজিস্ট্রি করে দেন ওই নারীর বাবা। পরবর্তীতে পুনরায় ২ লাখ টাকা যৌতুক দাবি করায় ভুক্তভোগী নারীর পরিবার তা দিতে অপারগতা প্রকাশ করেন। এ ঘটনা জানার পর ওই নারীর বাবা ও বড় ভাই গত ২৪ এপ্রিল সকালে মাহাবুবের বাড়িতে সালিস বৈঠক করেন। এসময় মাহাবুব ও তার পরিবারের সদস্যরা ওই নারী ও তাদের পরিবারের উপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো দা দিয়ে মাহাবুব স্ত্রীর বাম কান কেটে দেয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই নারীর ৪ বছরের এক শিশু সন্তান রয়েছে।
বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”
মতামত দিন