শ্রমিক রফিকুল ইসলাম কয়েকজনকে সাথে নিয়ে ছানা তিনটি ধরে খাঁচায় আটকে রাখে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধানক্ষেত থেকে ৩টি বনবিড়াল ছানা উদ্ধার করেছেন কৃষি শ্রমিকরা। ছানা তিনটি ধরে তারা খাঁচায় আটক করে রাখে।
সোমবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার সীমান্তবর্তী কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে বনবিড়ালের ছানাগুলো উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে বিকালে বনবিড়াল তিনটি উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করেন স্থানীয় বন কর্মকর্তা।
স্থানীয়রা জানান, সোমবার কয়েকজন শ্রমিক অনন্তপুর কাউয়াডুবির দোলা এলাকায় ইদ্রিস হাজির ক্ষেতের ধান কাটতে শুরু করেন। ধান কাটার এক পর্যায়ে জমির আলের ওপর ওই ছানাগুলোকে দেখতে পান শ্রমিকরা। পরে শ্রমিক রফিকুল ইসলাম কয়েকজনকে সাথে নিয়ে ছানা তিনটি ধরে খাঁচায় আটকে রাখে।
বনবিড়ালের ছানা উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ছানাগুলোকে এক নজর দেখার জন্য শ্রমিক রফিকুলের বাড়িতে উৎসুক জনতা ভিড় জমায়। পরে স্থানীয় বন কর্মকর্তাকে খবর দেওয়া হলে তিনি ছানা তিনটি জঙ্গলে অবমুক্ত করার উদ্যোগ নেন। বিকালে ছানাগুলো পার্শ্ববর্তী জঙ্গলে অবমুক্ত করা হয়।
ফুলবাড়ী উপজেলা বন কর্মকর্তা নবীর হোসেন জানান, উদ্ধারকৃত বনবিড়ালের ছানাগুলোকে পাশ্ববর্তী একটি জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা (ডব্লিউবিসিও) জোহরা মিলা জানান, বনবিড়াল মূলত নিশাচর প্রাণী। ইঁদুর, ছোট পোকা মাকড়, পাখির ছানাসহ ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী এদের প্রিয় খাবার। এরা অন্ধকারে শিকার করতে ভালোবাসে।
তিনি আরও জানান, বনবিড়ালের প্রজনন সময় ডিসেম্বর থেকে মার্চ মাস। হয়তো দুই এক মাস আগে এই ছানাগুলোর জন্ম হয়ে থাকতে পারে।
মতামত দিন