লক্ষ্মীপুরের মানুষের কাছে 'দানবীর' হিসেবে পরিচিত পাপুল কুয়েতে কারাদণ্ডাদেশ পাবার পর তার সাংসদ পদ হারান
লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সাংসদ শহিদ ইসলাম ওরফে কাজী পাপুলের কারাদণ্ড আরও তিন বছর বাড়িয়ে সাত বছর করেছে কুয়েত সরকার।
সোমবার (২৬ এপ্রিল) কুয়েতের একটি আপিল আদালত সূত্রে এসব তথ্য জানা যায়।
আদালত সূত্রে জানা গেছে, মানব ও অর্থপাচার এবং ঘুষ লেনদেনের অভিযোগে দু'টি পৃথক মামলা দায়ের করা হয় পাপুলের বিরুদ্ধে। ঘুষ লেনদেনের অভিযোগে পূর্বের চার বছরের সাজার সাথে মানবপাচারের অভিযোগে আরও তিন বছরের কারাদণ্ড দেয়া হয় তাকে। এছাড়া ২০ লাখ কুয়েতি দিনার জরিমানাও করা হয়েছে পাপুললে। তবে ঘুষ ও মানবপাচারের সাজা ঘোষণা করা হলেও অর্থপাচারের মামলা এখনও বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, গত বছরের জুনে কুয়েতের গোয়েন্দা সংস্থা ঘুষ লেনদেন ও অবৈধ ভিসার ব্যবসা অভিযোগে এনে দেশটির আদালতের নির্দেশে পাপুলকে গ্রেফতার করে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে জানা যায়, কুয়েতের একটি চক্রের সাথে মিলে পাপুল প্রায় ২০ হাজার বাংলাদেশিকে কুয়েতে পাচার করে হাতিয়ে নিয়েছে এক হাজার ৪০০ কোটি টাকা।
পরবর্তীতে ছয় মাসের শুনানির পর মানব পাচারের অভিযোগটি প্রমাণিত হলে চার বছরের কারাদণ্ড ও ৫৩ কোটি টাকা জরিমানা করে কুয়েতের আদালত।
লক্ষ্মীপুরের মানুষের কাছে "দানবীর" হিসেবে পরিচিত পাপুল কুয়েতে কারাদণ্ডাদেশ পাবার পর তার সাংসদ পদ হারান।
মতামত দিন