হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান "বাংলা কারস লিমিটেডের" ব্যানারে বাজারে আসছে মাত্র ৩০ লাখ টাকা মূল্যমানের সাত আসনবিশিষ্ট গাড়িটি
ঈদের পরই বাজারে আসছে দেশীয় ব্র্যান্ডের প্রথম গাড়ি "বাংলা কার"। এরই মধ্যে "বাংলা কার" এর ৩০টি ট্রায়াল গাড়ির ১০টিই বিক্রি হয়ে গেছে।
হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান "বাংলা কারস লিমিটেডের" ব্যানারে বাজারে আসছে মাত্র ৩০ লাখ টাকা মূল্যমানের সাত আসনবিশিষ্ট গাড়িটি। মহামারি কাটিয়ে উঠলে আগামী বছর থেকে দেশের বাইরে রফতানি করারও ইচ্ছা আছে প্রতিষ্ঠানটির।
এ বিষয়ে হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন একটি সংবাদমাধ্যমকে জানান, বিশ্বের নামি-দামি ব্র্যান্ডের গাড়িতে যেসকল সুবিধা আছে বাংলা গাড়িতেও সেসব সুবিধাই রয়েছে।"
গাড়িটির বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করে জাকির হোসেন বলেন, বাংলা কারে "মেড ইন বাংলাদেশ" লেখা থাকবে। যা অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশকে গাড়ি উৎপাদনে নেতৃত্ব দেবে। আপাতত দেশব্যাপী ৮টি বিভাগের ৩৪টি শোরুমে ৫ বছরের ওয়ারেন্টিসহ পাওয়া যাবে বাংলা কার। এর মধ্যে ঢাকার তেজগাঁও এলাকায় বাংলা কারের শোরুম চালু করা হয়েছে। সেখানে বাংলা কারের ৮টি রঙের গাড়ি পাওয়া যাবে।
তিনি বলেন, নারায়ণগঞ্জের পঞ্চবটিতে অবস্থিত বাংলা কারের কারখানায় আমরা এখন পর্যন্ত প্রাইভেট কার, ট্রাক, বাস, লরি ট্রাক, পিকআপসহ মোট ১২ ধরনের গাড়ি নির্মাণ করেছি।
প্রতি বছর ৪ থেকে ৫ হাজার গাড়ি বাজারজাতের ইচ্ছা আছে মন্তব্য করে তিনি বলেন, টাটার কারের মতো আমরাও আগামী বছর থেকে বাংলা কার বিদেশে রপ্তানি করব। বিশ্ব তখন দেখবে "মেড ইন বাংলাদেশ" গাড়ি।
তবে "মেড ইন বাংলাদেশ" লেখা থাকলেও বাংলা কারের ইঞ্জিন ও বিভিন্ন পার্টস সরবরাহ করেছে চীন, ইন্দোনেশিয়া ও জাপানের কয়েকটি প্রতিষ্ঠান।
মতামত দিন