কবুতর রক্ষায় ঘরের চারপাশে বনবিড়াল মারার জন্য বিদ্যুতের ফাঁদ পেতেছিলেন ওই যুবক
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজের তৈরি বনবিড়াল মারার ফাঁদে বিদ্যুতস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বকুল হোসেন নামে এক ব্যক্তি।
সোমবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার শিয়ালমারী গ্রামে এই ঘটনা ঘটে। পোষা কবুতর রক্ষা করতে বনবিড়াল মারার ফাঁদ পেতেছিলেন তিনি।
নিহত বকুল হোসেন ওই গ্রামের তুরাপ আলীর ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, বকুল হোসেন শখের বশে তার বাড়িতেই কবুতর পুষতেন। প্রায়ই রাতে বনবিড়াল কবুতরের ঘরে হানা দিয়ে কবুতর খেয়ে ফেলতো। রবিবার রাতে বনবিড়ালের হাত থেকে রক্ষার জন্য কবুতর ঘরের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন তিনি।
সোমবার ভোরে কবুতরের ঘরে বনবিড়াল প্রবেশের শব্দ পেয়ে তড়িঘড়ি করে তা মারতে যান বকুল হোসেন। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটস্থলেই মারা যান তিনি।
উথলী ইউনিয় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, নিজের তৈরি ফাঁদেই বিদ্যুতস্পৃষ্টে মারা গেছেন বকুল। তার দাফন সম্পন্ন হয়েছে।
মতামত দিন