‘শকুনমাত্রই বিশ্বে ‘মহাবিপন্ন’ আইইউসিএনের হিসেবে বাংলাদেশে মাত্র ২৬৮টি শকুন রয়েছে। শকুন বিলুপ্ত হয়ে গেলে সুন্দর একটি পাখি হারানোর পাশাপাশি দেশের মানুষ অ্যানথ্রাক্স, জলাতঙ্কসহ পশু হতে সংক্রামক রোগের ভয়াবহ ঝুঁকিতে পড়বে’
ঠাকুরগাঁওয়ে “মহাবিপন্ন” একটি হিমালয়ী শকুন উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ এপ্রিল) বিকালে সদর উপজেলার জগন্নাথপুর খোচাবাড়ী এলাকা থেকে এ শকুনটি উদ্ধার হয়
ঠাকুরগাঁও বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা হরিপদ দেবনাথ জানান, খোচাবাড়ী এলাকার জৈনক স্বপনের হাঁস খামারে রবিবার বিকালে শকুনটিকে দেখতে পাওয়া যায়। পরে স্বপন ও তার ভাই শকুনটিকে উদ্ধার করে বেঁধে রাখেন। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটি ক্ষুধার্ত থাকার কারণে খাবারের সন্ধানে ওই এলাকায় নেমে পড়ে।
আরও পড়ুন - শকুন সংরক্ষণে বাংলাদেশ, কী করছে সরকার?
তিনি বলেন, “শকুনটি অত্যন্ত দুর্বল ও উড়তে না পারার কারণে তাকে ধরা সম্ভব হয়েছে। প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার পর সুস্থ এটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।”
এদিকে, প্রজাতিটির পরিচয় নিশ্চিত হতে ঢাকা ট্রিবিউনের পক্ষ থেকে শকুনটির ছবি পাঠানো হয় বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলার কাছে। তিনি এই প্রজাতিটিকে হিমালয়ী শকুন (Himalayan Griffon) বা “হিমালয়ান গৃধিনী” বলে চিহ্নিত করেন। তার ধারণা, পরিযায়নের পথে শকুনটি অসুস্থ হয়ে পড়ে গিয়ে থাকতে পারে।
আরও পড়ুন - ঠাকুরগাঁওয়ে বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার
তিনি বলেন, “পৃথিবীতে দ্রুততম বিলুপ্ত হতে চলা প্রাণী শকুন। তাই শকুনমাত্রই বিশ্বে ‘মহাবিপন্ন’ (Critically Endangered)। বাংলাদেশে শকুনের পরিস্থিতি খুবই খারাপ। আইইউসিএনের হিসেবে বাংলাদেশে মাত্র ২৬৮টি শকুন রয়েছে।”
তিনি আরও বলেন, “পশু চিকিৎসায় ডাইক্লোফেনাক ও কেটোপ্রোফেনের ব্যবহার, খাদ্য সংকট এবং বাসস্থান সংকটসহ নানা প্রতিকূল পরিবেশের কারণে প্রকৃতির ঝাড়ুদার হিসেবে পরিচিত এই পাখিটি হারিয়ে যাচ্ছে। শকুন বিলুপ্ত হয়ে গেলে সুন্দর একটি পাখি হারানোর পাশাপাশি দেশের মানুষ অ্যানথ্রাক্স, জলাতঙ্কসহ পশু হতে সংক্রামক রোগের ভয়াবহ ঝুঁকিতে পড়বে। বন বিভাগসহ আইইউসিএন শকুন রক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পাখিটির প্রতি আমাদের সদয় হওয়া খুবই প্রয়োজন।”
আরও পড়ুন - ‘মহাবিপন্ন’ শকুনটিকে ধরে পেটাচ্ছিল শিশুরা
আরও পড়ুন - নির্বিষ অজগর ভেবে ধরা হয়েছিল ভয়ংকর বিষধর রাসেল ভাইপার!
আরও পড়ুন - মারা গেল মহাবিপন্ন বোস্তামী কাছিমটি
মতামত দিন