‘করোনাকালে ৭টিসহ গত এক বছরে ৮টি জেব্রা বাচ্চা প্রসব করেছে। এ সময়ে হরিণ পরিবারে ১২টি, শাম্বার পরিবারে ২টি, কমন ইলান পরিবারে ২টি বাচ্চাসহ কচ্ছপ, মূয়র, উটপাখিসহ নানা পশু-পাখির ডেরায় আশাতীত বাচ্চা জন্ম নিয়েছে’
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা পরিবারে এক শাবকের জন্ম হয়েছে। জন্মের কিছু সময় পর থেকেই মা জেব্রাকে সদ্য জন্ম নেওয়া শাবকটিকে নিয়ে বেষ্টনীতে বিচরণ করতে দেখা গেছে। নতুন শাবকের আগমনে জেব্রা পরিবার ছাড়াও পার্ক কর্তৃপক্ষ খুশি।
রবিবার (১১ এপ্রিল) পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারি বন সংরক্ষক তবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পার্কের বন্যপ্রাণী পরিদর্শক সারোয়ার হোসেন জানান, মা জেব্রা ও শাবক উভয়েই সুস্থ আছে। মা জেব্রাসহ শাবকটি অন্যান্য জেব্রার সাথে বেষ্টনীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। মা জেব্রার পুষ্টিমানের কথা বিবেচনায় খাদ্যে পরিবর্তন আনা হয়েছে। জেব্রার প্রধান খাবার ঘাস। বর্তমানে ঘাসের পাশাপাশি মা জেব্রাকে ছোলা, গাজর ও ভূষি দেওয়া হচ্ছে। নিরাপত্তা বিবেচনায় শাবকটি পুরুষ না মাদি তা এখনও জানা যায়নি। সদ্য জন্ম নেওয়া শাবকসহ পার্কটিতে বর্তমানে ২৫টি জেব্রা রয়েছে।
সহকারি বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, “করোনাকালে ৭টিসহ গত এক বছরে ৮টি জেব্রা বাচ্চা প্রসব করেছে। এ সময়ে হরিণ পরিবারে ১২টি, শাম্বার পরিবারে ২টি, কমন ইলান পরিবারে ২টি বাচ্চাসহ কচ্ছপ, মূয়র, উটপাখিসহ নানা পশু-পাখির ডেরায় আশাতীত বাচ্চা জন্ম নিয়েছে। ধীরে ধীরে সাফারি পার্কটি প্রাণী জন্মের মধ্য দিয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় একসময় বিদেশ থেকে প্রাণী আমদানির উপর নির্ভরতা কমে আসবে।”
মতামত দিন