স্বাস্থ্যমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
রবিবার (১১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
মন্ত্রণালয়টির জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানান, শনিবার আইসিডিডিআরবি’কে তার নমুনা পরীক্ষা করতে দেন খালেদা জিয়া।
তিনি ঢাকা ট্রিবিউনকে জানান, রবিবার তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
তবে তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনও কথা বলা হয়নি। এমনকি জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকেও এ সম্পর্কে কিছু বলা হয়নি।
খালেদা জিয়ার গণমাধ্যম বিষয়ক মুখপাত্র শায়রুল কবির খান বলেন, “খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার করিয়েছেন এটি সত্য। তবে করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছেন কিনা সে বিষয়ে কিছু জানা নেই। এ তথ্য নিশ্চিত যিনি করেছেন তাকেই এ বিষয়ে জিজ্ঞেস করা উচিত।”
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুনও একই কথা বলছেন। তিনি বলেন, “খালেদা জিয়ার করোনাভাইরাস শনাক্ত হওয়ার বিষয়ে কিছুই জানা নাই।গতকাল শনিবার নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্য তার বাড়িতে গেছিলাম। আজকে আবারও যাওয়ার কথা রয়েছে, এরপরই বিষয়টি সম্পর্কে বলতে পারবো।
মতামত দিন